রমজানে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরাত

রমজানে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরাত

জুমবাংলা ডেস্ক: রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেয়ারফোর সুপারমার্কেট চেইন। খাদ্য, পানীয়, গৃহস্থালি এমনকি প্রযুক্তি পণ্য থাকবে এ সুবিধার আওতায়।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়, রমজান উপলক্ষে প্রায় ৬ হাজার পণ্যের দাম ৫০ শতাংশ কমাতে যাচ্ছে মাজিদ আল ফুতাইয়েম মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

রমজানের এ অফার ছয় সপ্তাহ প্রযোজ্য থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও এক্সক্লুসিভ অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে কেয়ারেফার জানায়, রমজান উপলক্ষে চলবে ‘‌আমিরাতি ফ্রেশ ফেস্টিভাল’ যেখানে টাটকা শাকসবজি ও ফলমূলে ৩০ শতাংশ মূল্য হ্রাস করা হবে।

রমজানে এমিরেটস রেড ক্রিসেন্ট ও কেয়ারফোর যৌথভাবে আরেকটি উদ্যোগ পরিচালনা করবে। এর আওতায় কোন গ্রাহক ইচ্ছে করলে কাউকে চিনি, চাল ও রান্না করার তেল দিতে পারবেন।

ডলারের দাম সাত মাসে সর্বোচ্চ