রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় সারাদেশের মসজিদ গুলোর জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে। নামাজের সময়সূচি মানা, মসজিদ পরিচালনা, দান–অনুদান ও শৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) এ নির্দেনার কথা জানিয়ে খবর দিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয়ের জারি করা এক সার্কুলারে বলা হয়, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদকর্মীদের পূর্ণ উপস্থিতি নিশ্চিত করতে হবে। চরম প্রয়োজন ছাড়া দায়িত্বে অনুপস্থিত থাকা যাবে না। প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিধি অনুযায়ী বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিয়োগ দিতে হবে।
নামাজের সময়সূচি উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এশার আজান নির্ধারিত সময়েই দিতে হবে এবং আজান ও জামাতের মধ্যে ১৫ মিনিটের ব্যবধান রাখতে হবে—বিশেষ করে এশা ও ফজরের নামাজে—যাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ হয়।
রমজানের শেষ দশ রাতে তাহাজ্জুদ নামাজ ফজরের আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নামাজ আদায়ে মুসল্লিদের যেন কষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি কুনুতের দোয়ায় সংযম বজায় রাখা, অতিরিক্ত দীর্ঘ বা ছন্দময় দোয়া পরিহার করে সুন্নাহ অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।
মসজিদে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নামাজরত মুসল্লি বা ইমামকে ধারণ করা যাবে না এবং কোনো মাধ্যমেই নামাজের লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মসজিদের ভেতরে ও আশপাশে ভিক্ষা করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের জাকাত ও দান–অনুদান প্রকৃত ও বৈধ খাতে দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
ইতিকাফ পালনকারীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। অ-সৌদি নাগরিকদের ক্ষেত্রে স্বীকৃত স্পনসরের অনুমোদন নিতে হবে। ইফতার কর্মসূচির জন্য নগদ অর্থ সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। ইফতার আয়োজন কেবল নির্ধারিত স্থানে ও মসজিদকর্মীদের তত্ত্বাবধানে করতে হবে এবং ব্যবহার শেষে স্থান দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া মসজিদে সার্বিক পরিষ্কার–পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও তদারকি জোরদার করতে বলা হয়েছে। নারীদের নামাজের স্থানসহ সব এলাকায় নিয়মিত পরিদর্শন ও অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক, একগুচ্ছ সিদ্ধান্ত
সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে মসজিদগুলোতে সুশৃঙ্খল, নিরাপদ ও ইবাদতবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এসব নির্দেশনা জারি করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


