জুমবাংলা ডেস্ক : রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. এ কে এম নুরুন্নবী লাইজু গুরুতর অসুস্থ। তাকে শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
তিনি হৃদরোগসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তার করোনা পজেটিভ হওয়ারও শঙ্কা করছেন রংপুরের সিভিল সার্জন।
জেলা সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার জানান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বেশ কয়েক দিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। তার হৃদরোগসহ অন্যন্যা রোগ রয়েছে। তার করোনা পরীক্ষা করা হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি।
তবে ধারণা করা হচ্ছে তিনি করোনাতেও আক্রান্ত হতে পারেন।
উল্লেখ, রংপুর মেডিকেল কলেজে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। প্রথম থেকেই ডা. এ কে এম নুরুন্নবী লাইজুর তত্ত্বাবধানে ওই ল্যাব পরিচালিত হয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।