রয়েল এন্ডফিল নিয়ে ঘোরা বাদ দিয়ে পড়তে বলায় নিজেকে শেষ করলেন নবম শ্রেণির ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক : রয়েল এন্ডফিল বিক্রি করে বন্ধুদের সঙ্গে ঘোরা বাদ দিয়ে পড়াশুনায় মনোযোগী হতে বলায় ১৭ বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করেছে। নিজের ওপর গুলি চালিয়ে ওই কিশোর আত্মহত্যা করে। ভারতের উত্তরপ্রদেশের মেরুতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি

নবম শ্রেণি পড়ুয়া এক কিশোর কীভাবে একজন ব্যক্তি মারা যেতে পারে তার জন্য গুগল সার্চ করে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে ওই কিশোর গুগল সার্চ করে। ১১ জানুয়ারি এ ঘটনা ঘটে। যখন তার বড় ভাই মেরুত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের মাকে আনতে গিয়েছিলেন, তখন ওই কিশোর ঘরের দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পরই তারা বিকট শব্দ শুনতে পায়।

পরবর্তীতে ঘরের জানালা ভেঙে ওই কিশোরের মা এবং বড় ভাই রুমে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরের মা মেরুত মেডিকেল কলেজে নার্স হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার তার বড় ভাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। গত বছর তাদের বাবা মারা যায়। কিন্তু ১৭ বছর বয়সী ওই কিশোর পড়াশুনায় মনোযোগী না হয়ে তার বাইকে করে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর কারণে পরিবারের লোকজন তাকে প্রায়ই তিরস্কার করত।

এ ঘটনায় পরিবার পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। তবে ওই কিশোর কীভাবে বন্দুকটি পেয়েছে তা খুঁজে বের করছে পুলিশ।

হাসিনা ও তার ছেলে যুক্তরাষ্ট্র এবং বৃটেনে পাচার করেছেন ৩০০ মিলিয়ন ডলার : এফবিআই