বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের বাজারে যে কয়টি সংস্থা তাদের বাইক বিক্রি করে তাদের মধ্যে অন্যতম ROYAL ENFIELD. ভারতের বাজারে এই সংস্থার বেশ কয়েকটি জনপ্রিয় বাইক রয়েছে। তবে এখানেই থেমে নেই সংস্থা, চাহিদা অনুযায়ী নিজেদের টু হুইলারের সম্ভার বাড়াতে উদ্যেগ নিচ্ছে সংস্থা।
আর পরিকল্পনামত ২০২৩ এর মধ্যেই চারটি নতুন মোটরসাইকেল এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে CLASSIC 350 এর সংস্থা। আসন্ন মোটরসাইকেলের তালিকায় রয়েছে একটি নতুন ববার বাইক Shotgun 350. সম্প্রতি এদেশের রাস্তায় টেস্টিং চলাকালীনই দেখা মিলেছে এই বাইকের। চলুন তাই দেখে নেয়া যাক কি কি বিশেষ ফিচার অ্যাড হতে চলেছে বাইকে।
CLASSIC 350 এর ওপর ভিত্তি করে আসা Shotgun 350-এ দেওয়া হয়েছে টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, ফ্লোটিং টাইপ রাইডার অনলি সাডেন, রাউন্ড ক্রোম মিরর, ব্ল্যাক আউট একজস্ট, ফেন্ডার মাউন্টেড টেলল্যাম্প। এরই পাশাপাশি নিরাপত্তার জন্য রাখা হয়েছে সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল এবিএস। রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল শক রিয়ার অ্যাবসর্ভার।
ইঞ্জিন- Shotgun 350 ৩৪৯cc air কুল্ড সিঙ্গেল সিলিন্ডার j সিরিজের ইঞ্জিন সহ আসতে চলেছে। এটি থেকে উৎপন্ন শক্তির পরিমাণ ২০ বিএইচপি ও টর্কের পরিমাণ ২৮ nm. ট্রান্সমিশনের দায়িত্ব সামলাতে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।
এক ‘রাজা’ ইলিশ সাড়ে ছয় হাজার টাকা বিক্রির জন্য পাঠানো হলো ঢাকায়
দাম- আশা করা হচ্ছে দু লক্ষ টাকা মূল্যে ভারতে launch হতে পারে বাইকটি। দাবি করা হচ্ছে ভারতের লঞ্চ হবার পর এটি Jawa 42 Bobber এর সাথে লড়াইয়ে নামবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।