জুমবাংলা ডেস্ক: বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের সহযোগী প্রতিষ্ঠান ফোরথট ও ব্ল্যাক বোর্ড পিআর এজেন্সির তিন কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তারা হলেন- শিহাব জহির, কায়সার আহমেদ এবং শরীফ।
রবিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। সোমবার (১ ফেব্রুয়ারি) শরীফ নামে আরেকজনের মৃত্যু হয়।
এশিয়াটিকের মুখপাত্র মাইন্ডশেয়ার বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে অফিসে এসে তাদের মৃত্যুর সংবাদ শুনলাম। ফোরথট আমাদের জানিয়েছে, কয়েকজন কর্মী নিজ উদ্যোগে গাজীপুরের সারাহ রিসোর্টে যান। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় প্রথমে দুজন মারা গেছেন। আরও কয়েকজন হাসপাতালে আছেন শুনেছি।
তিনি আরও বলেন, এটা তাদের ব্যক্তিগত ট্যুর ছিল। সেখানে কী হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই। অফিশিয়াল ট্যুর হলে আমরা বলতে পারতাম। আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই।
ফোরথটের প্রধান নির্বাহী (সিইও) ইকরাম মঈন নিজেও অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ফরথটের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান সারা জাকের বলেন,‘ তিন সহকর্মীর মৃত্যুর সংবাদ শুনে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা সবাইকে অনুরোধ করছি নিহতদের পরিবারের সঙ্গে থাকুন। তাদের স্মরণে প্রতিষ্ঠানটি রবি ও সোমবার বন্ধ রাখা হবে।’
এ বিষয়ে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোন অভিযোগ জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


