অদ্ভুত এক ভাইরাসের দেখা মিলেছে চীনে। এই ভাইরাসের সংক্রমণে এরইমধ্যে মারা গেছেন ৪১ জন। সেইসাথে আক্রান্ত হয়েছে প্রায় আটশ’রও বেশি। চীনে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনে নেয়া যাক করোনা ভাইরাস কতটা বিপজ্জনক এবং সংক্রমণের লক্ষণ-
করোনা ভাইরাস আসলে জুনোটিক ভাইরাস। এটা পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি সী-ফুড খাওয়ার কারণেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
বর্তমানে আক্রান্ত মানুষের থেকে অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শ এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও শরীরে বাসা বাঁধতে পারে করোনা ভাইরাস।
প্রাথমিক লক্ষণ হিসেবে বিশ্ব স্বাস্থ সংস্থা জানায়- জ্বর, শ্বাসকষ্ট, কাশি হতে পারে। রোগ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। করোনা ভাইরাস মরণ ব্যাধি। ইতোমধ্যেই এই রোগে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, চীনের উহান শহরেই প্রথম এই ভাইরাস ধরা পড়ে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।
তাই নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়। অসুস্থ কারোর কাছাকাছি সুস্থ ব্যক্তির যাওয়া উচিত নয়। তাছাড়া বারবার সাবান দিয়ে হাত ধোয়া উচিত। নোংরা হাত চোখে-মুখ দেয়া যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।