বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত বছর অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেছেন। তবে রাঁধছেন চুলও বাঁধছেন এই অভিনেত্রী। সংসার ও অভিনয় ক্যারিয়ার দুই-ই সমানতালে সামলাচ্ছেন।
দীপিকার পরবর্তী সিনেমা ছাপাক। বর্তমানে এর প্রচারে ব্যস্ত তিনি। এছাড়া বিভিন্ন পণ্যের প্রচারের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি স্বামী রণবীর সিংয়ের সঙ্গেও মধুর সময় কাটাচ্ছেন।
এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দীপিকা বলেন, পরস্পরের সঙ্গে সুন্দর সময় কাটানো খুব জরুরি। পাশাপাশি পরিবার ও বন্ধুদেরও সময় দিতে হবে। এজন্য আলাদা সময় রাখি। একই পেশার হওয়ায় আমাদের বোঝাপড়া বেশ ভালো এবং আমরা সেভাবেই সবকিছু করি।
সম্পর্কে কোন বিষয়টি তারা সবচেয়ে গুরুত্ব দেন? এ প্রসঙ্গে বাজিরাও মাস্তানি অভিনেত্রী বলেন, পরস্পরকে সম্মান করা। আমাদের ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ— এই বিষয়টি মূল্যায়ন করা। এছাড়া যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক পরস্পরের জন্য সময় বের করা।
ছাপাক সিনেমায় এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। মাত্র ১৫ বছর বয়সে এসিড সন্ত্রাসের শিকার হন লক্ষ্মী। ২০০৫ সালে দিল্লির একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে এসিড ছুড়ে দেয় এক ব্যক্তি, যে লক্ষ্মীকে একতরফা ভালোবাসত।
কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছাপাক সিনেমার ট্রেইলার। এতে দীপিকার লুক ও অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমা আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।