Advertisement

জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি এলাকায় রান্না করার সময় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ভাত রান্না করার সময় এ ঘটনা ঘটে। নিহত মাজিদা বেগম বুড়িগোয়ালীনি গ্রামের আব্দুল মাজিদ গাজীর স্ত্রী।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ হালদার জানান, গৃহবধূ মাজিদা খাতুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে স্টিলের চামচ রাইস কুকারে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অনেক সময় পর বিষয়টি পরিবারের সদস্যদের দৃষ্টিতে আসে। ততক্ষণে ওই গৃহবধূ মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



