রাউন্ডআপ পানিশমেন্ট: মুক্তির দিনই কোরিয়ান সিনেমার আয় ৫০ লাখ ডলার!

রাউন্ডআপ: পানিশমেন্ট

রাউন্ডআপ সিরিজের সিনেমা দেখার জন্য দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। ২০২২ সালের সিনেমাটির যে ভার্সন রিলিজ হয়েছিল সেটির টিকেট বিক্রির রেকর্ড হয়েছিল। ২০২৩ সালে সিনেমাটির পরবর্তী কিস্তি রীতিমত ঝড় তুলেছিল। এ বছরের ২৪ এপ্রিল মুক্তি পেয়েছে রাউন্ডআপ: পানিশমেন্ট সিনেমাটি।

রাউন্ডআপ: পানিশমেন্ট

মুক্তির প্রথম দিন সিনেমাটি ৫০ লাখ ডলার আয় করতে সক্ষম হয়েছে। এ সিনেমা আয়ের দিক থেকে যে ঝড় উঠাতে সক্ষম হবে তা অনুমান করা সম্ভব হয়েছিল আগেই। এর আগের সিনেমার আগের তিন কিস্তির ব্যাপক সফলতার মুখ দেখেছিল।২০১৭ সালে সিনেমাটির প্রথম কিস্তি মুক্তি পায়।

এটি সে বছরের অন্যতম সেরা সিনেমা ছিল। সিনেমাটির মাধ্যমে করোনার সময় কোরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি নতুনভাবে চলার অনুপ্রেরণা পেয়েছিল। পর পর তিন সিনেমার সাফল্যের কারণে চতুর্থ কিস্তি বেশি দ্রুতই দর্শকদের সামনে চলে আসলো। গত বছর মুক্তি পায় এই সিনেমার সিরিজের তৃতীয় কিস্তি ‘দ্য রাউন্ডআপ: নো ওয়ে আউট’। সমালোচকেরা খুব একটা পছন্দ না করলেও এ ছবিও ভালো ব্যবসা করে। পরপর তিন সিনেমার এমন সাফল্য দ্রুতই এসেছে চতুর্থ কিস্তি।

মুক্তির আগে অবশ্য বেশ কয়েকটি রেকর্ড গড়েছে ‘দ্য রাউন্ডআপ: পানিশমেন্ট।’ গত বুধবারের হিসেব অনুযায়ী, মুক্তির আগেই সিনেমাটির ৮ লাখ ৩০ হাজার টিকিট বিক্রি হয়, যা কোরীয় ছবির নতুন রেকর্ড।