দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইতিহাস রচনা করে প্রথমবারের মতো ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন।
রাকসুর ইতিহাসে এর আগে মোট ১৪ বার নির্বাচন অনুষ্ঠিত হলেও ভিপি পদে কখনো ছাত্রশিবিরের কেউ জয়ী হননি। এবার বিপুল ভোটে জয় পেয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখেছেন মোস্তাকুর রহমান জাহিদ।
ফলাফল ঘোষণার সময় শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে রাকসু নির্বাচন কমিশন জানায়, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২,৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অন্যদিকে একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
এই নির্বাচনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ছাত্রশিবিরের নতুন প্রভাব লক্ষ্যণীয়ভাবে দৃঢ় হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।