জুমবাংলা ডেস্ক: গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটি জেলায় পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘ঝুলন্ত সেতু’।
ইতোমদ্যে ডুবে যাওয়া ঝুলন্ত সেতুতে চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্পোরেশন।
আজ সকালে সরজমিন দেখা যায়, কাপ্তাই হ্রদের উপর নির্মিত ঝুলন্ত সেতুর পাটাতন ছয় ইঞ্চি পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা গণমাধ্যমকে জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ সকাল থেকে সেতু পারাপারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি আবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।
রাঙামাটি পর্যটন বোট মালিক সমিতির নেতা মো. রমজান আলী জানান, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের কারণে জেলার দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কারণে পর্যটকরা এসে ফিরে যাচ্ছে। এতে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
পর্যটন শহর রাঙামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু দেখতে প্রতিবছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটকের আসেন।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিট সচল রয়েছে। প্রতিদিন গড়ে ২০০-২১০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে জানানো হয়, হ্রদের বর্তমানে ১০৫.৫০ ফুট মিনস সি লেভেল পানি রয়েছে। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।