আরিফ খান, রাঙ্গাবালী (পটুয়াখালী): বরের বাড়ির খাবার খেয়ে কনে পক্ষ থেকে আসা ১৫ জন অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে।
কনে পক্ষের লোকজন জানান, তাদের খাবারের সাথে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। তাই তারা ডায়রিয়া ও পেট ব্যাথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরেন।
তারা আরও জানান, ঘটনার সূত্রপাত রবিবারে। বর পক্ষ কনের বাড়িতে আসে সেদিন। খাবার শেষে বরের হাত ধোঁয়ানোর পর কনে পক্ষকে ২০ টাকা দেওয়া এবং কনের জন্য নাকের ছোট রিং আনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
কনে পক্ষের দাবি আগের ঘটনার জেরে সোমবার বর পক্ষের বাড়িতে গেলে কনে পক্ষের খাবারের সঙ্গে জামালগোটা বা অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে। তাই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই প্রচন্ড পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কনে পক্ষ থেকে আসা ২০ জন অতিথির মধ্যে প্রায় ১৫ জন অসুস্থ হয়ে পরেন। তাদের মধ্যে ৮ জনকে স্থানীয় চিকিৎসকের কাছে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এর দুই মাস আগে চরমোন্তাজ ইউনিয়নের নলুয়া গ্রামের জালাল গাজীর ছেলে জিএম এর সঙ্গে একই ইউনিয়নের চরলক্ষী মহাসিনের মেয়ে মিমের বিয়ে হয়। তাদের বিয়ে উপলক্ষে বরযাত্রী একে অপরের বাড়িতে যায়।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি জানান, ঘটনাটি শুনেছি। কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।