
পার্বত্য অঞ্চলে চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গর্জনতলী এলাকার নিজ বাসা থেকে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাঙ্গামাটিতে চলমান অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের গর্জনতলী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন।
ওসি জানান, ঝিনুক ত্রিপুরার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সমন্বিত বিশেষ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে ঝিনুক ত্রিপুরা বেশ কিছুদিন ধরে রাঙ্গামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চালক পুলিশ কর্মকর্তা বলেন, অপারেশন ডেভিল হান্টের উদ্দেশ্য হলো পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সন্ত্রাসী ও উসকানিমূলক কার্যক্রম দমন করা। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ঝিনুক ত্রিপুরাকে আটক করা হয়েছে।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আবু সাঈদ হত্যা মামলায় আজ ট্রাইব্যুনালে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



