
জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটিতে নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে এ তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫১ জনে।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, নতুন শনাক্তদের মধ্যে রাঙ্গামাটি শহরের ২৪ জন, কাপ্তাই ও লংগদুর তিনজন করে এবং রাজস্থলী উপজেলার একজন রয়েছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫৫ জন। করোনায় মারা গেছেন ৯ জন। আইসোলেশনে আছেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১১ জন। কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ৩ হাজার ৫২৩।
রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাঙ্গামাটি জেলা শহর। এখানে মোট শনাক্ত ৪০৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে কাপ্তাই উপজেলায় ১০০ জন।
এছাড়া বাঘাইছড়িতে ১৫ জন, লংগদুতে ১৩ জন, বরকলে পাঁচজন, জুরাছড়িতে ২৩ জন, বিলাইছড়িতে ১৩ জন, রাজস্থলীতে ১০ জন, কাউখালীতে ৩০ জন, নানিয়ারচরে ৯ জন শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন জানান।