জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতির পর রবিবার সকাল হতে রাঙ্গামাটি শহর থেকে বরকল উপজেলার ঠেগামুখ স্থলবন্দর পর্যন্ত যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। খবর ইউএনবি’র।
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, যাত্রীদের চাহিদা বেড়ে যাওয়ায় এবং নৌযান পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোন কর্তৃপক্ষের অনুরোধে এবার রাঙ্গামাটি থেকে হরিণা হয়ে ভারত সীমান্তবর্তী ঠেগামুখ পর্যন্ত নৌযান চলাচল করার অনুমতি প্রদান করা হয়েছে।
স্থানীয় যাত্রীরা জানান, রাঙ্গামাটি থেকে ছোট বরকলের ছোট হরিণা হয়ে লঞ্চ যদি ভারত সীমান্তবর্তী এলাকা ঠেগামুখ স্থলবন্দর পর্যন্ত যায় তাহলে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যেমন উন্নতি হবে তেমনি বাণিজ্যিকভাবে দুদেশের মানুষ লাভবান হবে।
নৌযাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোনের সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, শহরের ব্যস্ততম রির্জাভ বাজার লঞ্চঘাট হতে সকাল সাড়ে ৭টায় ঠেগামুখের উদ্দেশে যাত্রী নিয়ে একটি লঞ্চ যাত্রা শুরু করে। তার আগে সকাল ৬টায় ঠেগামুখ থেকে রাঙ্গামাটির উদ্দেশে একটি লঞ্চ ছেড়ে আসে।
ঠেগামুখে যাত্রীবাহী লঞ্চ সেবায় নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।