রাজকুমার-জাহ্নবীর নতুন ছবিতে ধোনি! জেনে নিন ছবির নাম

রাজকুমার-জাহ্নবীর

ক্রিকেট নিয়ে বলিউডের নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলারে দেখা গেল রাজকুমার-জাহ্নবীর দারুণ এক দাম্পত্য রসায়ন। ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। ট্রেলারে দুজনেরই ক্রিকেটার হওয়ার স্বপ্ন।

রাজকুমার-জাহ্নবীর

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে মাহি আবার ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডাকনাম। এ সিনেমার সঙ্গে তার কোনও যোগসূত্র থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে।

রোববার (১২ মে) প্রকাশ্যে এলো ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলার। দুজনেরই নাম এক। একজন বইপোকা। আরেকজন পেপার, ম্যাগাজিনে মুখ গুঁজে থাকে। পেশায় ডাক্তার স্ত্রীরও যে ক্রিকেটপ্রেম রয়েছে, তা জানতে পেরে রাজকুমারেরও অপূর্ণ ইচ্ছা জেগে ওঠে। শেষমেষ ইচ্ছাপূরণে সফল হতে পারবে কিনা তারা তা জানা যাবে চলতি বছরের ৩১ মে।

ইয়ামিনির শরীর নিয়ে খেসারির উ.ত্তে.জ.না জাগানোর ভিডিও, নেট দুনিয়ায় চরম ভাইরাল

করণের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শরণ শর্মা। শরণ এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কারগিল গার্ল’ সিনেমা তৈরি করেছিলেন। তাকে এ ভিন্ন স্বাদের ছবির দায়িত্ব দিয়েছেন করণ।