কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর মিরপুর, আজিমপুর, ভাটারা ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইমন ইসলাম রনি, সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী রুবেল পেদা, পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জানে আলম চৌধুরী ঠান্ডু, ভাণ্ডারিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার কসবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল হেলাল ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সক্রিয় সদস্য মোরশেদ আলম মুন্না।
গ্রেপ্তার আসামিদের আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।