জুমবাংলা ডেস্ক : রাজধানীতে এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। রোববার (২৬ জানুয়ারি) রাতে আফতাবনগরে চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম আব্দুস সালাম (৬৫)। তার বাড়ি শেরপুর জেলার সদর থানা এলাকায়।
নিহতের ভাতিজা মো. সুজন বলেন, আমার চাচা চার দিন আগে শেরপুর থেকে ঢাকায় আসেন। এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করেন। এর আগে তিনি শেরপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা খুইয়েছেন। এবার ছিনতাইকারীরা আমার চাচাকে হত্যা করে তার রিকশা নিয়ে পালিয়েছে।
এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে বাড্ডা থানার আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ছিনতাইকারীরা তার মাথায় গুরুতর আঘাত করে রিকশাটি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।