জুমবাংলা ডেস্ক : রাজধানীতে নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, নভেম্বরে দুজন আর জানুয়ারিতে একজন নিহত হয়েছেন। তবে ফেব্রুয়ারিতে কোনো মৃত্যুর ঘটনা নেই। অথচ জুলাইয়ের আগে মোহাম্মদপুরে প্রতি মাসে ১০ জনের বেশি হত্যাকাণ্ডের শিকার হতেন।
সচিব বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এ জন্য দিনরাত চেষ্টা করা হচ্ছে। খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। রোজা এবং ঈদকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগস্টের পর এই সরকার একটি বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছে। তাদের দিয়ে এখন চলতে হচ্ছে। ঢাকা শহরকে গুরুত্ব দিয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। যেখানে প্রয়োজন নাই সেখানে না গিয়ে গুরুত্ব অনুযায়ী অপারেশন চলবে।
নাগরিক হিসেব অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মব উসকানি দিচ্ছে কেউ কেউ। লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে হয়রানির ঘটনা নিয়ে বিশেষ কোনো নির্দেশনা কেন দিতে হবে? সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।