ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ফ্ল্যাট, আবাসিক হোটেল ও ছাত্রাবাসে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো কার্যক্রম চললে নগরবাসীর কাছে আগাম তথ্য জানানোর আহবান জানিয়েছে।
আজ বুধবার বিকেলে মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, “আমরা আগাম তথ্য পেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা কার্যকরভাবে মোকাবেলা করতে ও তাদের আইনের আওতায় আনতে পারবো। রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “আজও বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়েছে। পুলিশ ও গোয়েন্দা টিম দ্রুত পদক্ষেপ নিয়ে এ প্রচেষ্টা নসাৎ করেছে। জনসাধারণের সহায়তায় আজ বুধবার ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।”
এস এন নজরুল ইসলাম বলেন, “এর আগে ধারাবাহিক অভিযানে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা থেমে নেই। এখন যখন দেশ স্বাভাবিক হয়ে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এ ধরনের কার্যক্রম রোধ করা অত্যন্ত জরুরি।”
ডিএমপি’র পক্ষ থেকে নগরবাসীর সহায়তা এবং সচেতনতার জন্য ধন্যবাদ জানানো হয়। পুলিশের অভিযান চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।