রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সোমবার ভোরে পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করা হয়েছে।
আহত পুলিশ সদস্য মো. রাসেল মিয়া (৩১) সিআইডি কনস্টেবল, যিনি সিআইডির প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তিনি যাত্রাবাড়ীর রইস নগর এলাকার বাসিন্দা। আহতকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতাল নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, রাসেল ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত ৩–৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে আহত করে তার সম্পদ ছিনিয়ে নেয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালের দিকে সিআইডির পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।