
জুমবাংলা ডেস্ক : রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় কবির হোসেন (৫৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার (২৮ আগস্ট) বিকেল সোয়া পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। কবির কুমিল্লা মুরাদনগর উপজেলার বাসিন্দা।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, কবির রাইড শেয়ারিং উবারের একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মিরপুর রোডের কলাবাগান এলাকায় পৌঁছালে ধামরাই পরিবহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কবির। এ ঘটনায় উবার চালক আহত হয়েছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


