জুমবাংলা ডেস্ক : রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারের সঙ্গে সেফটি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা পৌনে একটার দিকে আগারগাঁওয়ে ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেয় বাসটি।
জানা গেছে, দুই বাসের প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চালক ছিল কিশোর, কম বয়সী। ফাঁকা রাস্তা পেয়ে বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল সে। দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের মধ্যে মা ও এক শিশু বেশি আহত হয়েছেন। পরে পুলিশ এসে বাসটি নিয়ে গেছে।
কাফরুল থানার ওসি ফারুকুল আলম সংবাদমাধ্যমকে বলেন, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে পিলারে বাসটি ধাক্কা দেওয়ার পর চালক পালিয়ে গেছে। আমরা বাসটি জব্দ করেছি। এ ঘটনায় চার থেকে পাঁচজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।