জুমবাংলা ডেস্ক: অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহনের সময় পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। খবর ডিএমপি নিউজের।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন-মো. রাজু মিয়া, মো. মুরাদ, মো. সজিব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর রমনা থানার ওয়্যারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, ‘কিছু মাদক কারবারি অ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়্যারলেস মোড় এলাকায় অবস্থান করছেন বলে গোপন সংবাদ পাই। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে অবস্থানরত একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৩২ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।