জুমবাংলা ডেস্ক : রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় অভিযান চালিয়ে গ্যাং গ্রুপের ২২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১৯জনের কাছে মাদক পাওয়ায় ৩ থেকে ৬ মাস মেয়াদে সাজা দিয়ে কেন্দ্রীয় কারাগারে এবং তিনজনকে কারাদণ্ড দিয়ে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের ধরতে সোমবার (২৬ আগস্ট) রাতে মান্ডা ব্রিজ ও হিরু মিয়ার গলি সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-৩। যা চলে রাত দেড়টা পর্যন্ত।
র্যাব-৩ এর অতিরিক্ত এসপি বিনা রাণী দাশের সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
অতিরিক্ত এসপি বিনা রাণী দাশ জানান, মুগদা এলাকায় ‘চান-যাদু (জমজ ভাই) গ্রুপ’, ‘ডেভিল কিং ফুল পার্টি’, ‘ভলিয়ম টু’ ও ‘ভান্ডারি গ্রুপ’ (মাদকসেবী) সক্রিয়। এদের মধ্যে চান-যাদু গ্রুপের সদস্যদের বয়স ১০ থেকে ১৮ এর মধ্যে। তারা মূলত বস্তির স্কুল থেকে ঝড়ে পড়া। এলাকায় আধিপত্য বিস্তার, মাদকসেবনে জড়িত রয়েছে গ্রুপটি।
অন্যদিকে ‘ডেভিল কিং ফুল পার্টি’ সদস্যদের বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে। আধিপত্য বিস্তারে এলাকায় শো-ডাউন, মেয়েদের ইভটিজিং, মাদকসেবনে জড়িত। ‘ভলিয়ম টু’ ও ‘ভান্ডারি গ্রুপের সদস্য মাদকসেবনের পাশাপাশি মাদক বেচাকেনাতেও জড়িত রয়েছে।
অভিযানে কিশোর গ্যাং গ্রুপের অপ্রাপ্ত ৩ সদস্যকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভান্ডারি গ্রুপের সদস্যদের কাছ থেকে অভিযানে ২৫ পিস ইয়াবা এক কেজি গাঁজাজব্দ করা হয়। এ গ্রুপের ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।