Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন শ্রমিকরা। । এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টের শ্রমিকরা দক্ষিণখানের প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা সড়কটি অবরোধ করেন। এসময় ওই সড়কে যানজট দেখা দেয়। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়। বোঝানোর পর তারা সেখান থেকে সরে যান।
পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে রেদওয়ান গার্মেন্টসের মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সমাধানে আসার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।