রাজধানীতে সরকারের ৬৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের বুড়িরটেক এলাকা থেকে অবৈধ দখলে থাকা প্রায় ৬৫০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারের এসব সম্পত্তি দখলদাররা আলীনগর হাউজিং, হ্যাভেলি প্রোপার্টিজ, খাতুন প্রোপার্টিজের নামে অবৈধভাবে ক্রয়-বিক্রয় করে আসছিল।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এবং মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

এ সময় ঢাকা মহানগরীর সব সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক ফোর্স নিয়োজিত ছিল।

জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জনকল্যাণে বিভিন্ন কার্যক্রমে এ ভূমি ব্যবহার করা হবে এবং সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসন, ঢাকার কার্যক্রম চলমান থাকবে।

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি