Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজার মোড়ে একটি প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে একটি প্রাইভেটকারে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিভানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, ঢাকা মেট্রো গ-২৬৮০১৭ নম্বরের একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় জিডি করেছে গাড়ির মালিক রুমানা শারমিন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রুমানা শারমিন পুলিশকে জানিয়েছেন গাড়িটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।