জুমবাংলা ডেস্ক : রাজধানীর নবাবপুরের আলুবাজার রোডের একটি বেকারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বেকারিতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আলুবাজার রোডের একটি বেকারিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে যোগাযোগ করেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


