
Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে এই আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এনেছে। তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।