জুমবাংলা ডেস্ক : রাজধানীর হাতিরপুলসহ আশেপাশের আরো বেশকিছু এলাকায় গ্যাসের পাইপ লাইনে কাজ করার জন্য মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে তিতাস এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইনের জরুরি ‘টাই ইন’ কাজের জন্য মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা রাজধানীর নর্থ সার্কুলার রোড, ভূতের গলি, হাতিরপুল এলাকা, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময় তিতাসের আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং সিএনজিসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


