Advertisement
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়। এ শহরে রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭৭ জন। রাজধানী বাদে ঢাকা জেলার উপজেলাগুলোতে রয়েছে ২ হাজার ২৪ জন করোনা রোগী।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ১৪ জুনের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশের ৬৪টি জেলাতেই করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে ঢাকার পরে এখন চট্টগ্রামে বেশি করোনা রোগী পাওয়া গেছে। সেখানে ১৪ জুন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৬৮০ জন। এই শহরটিকে বাংলাদেশে করোনাভাইরাস রোগের নতুন কেন্দ্রস্থল বলে বর্ণনা করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। চট্টগ্রামের পরেই রয়েছে নারায়ণগঞ্জ। এই জেলায় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৯৭০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।