নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ৬৪টি জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেও রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ (২৪ জুন) তথ্যানুযায়ী, রাজধানী ঢাকায় প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৬৭ জন।
রাজধানী ঢাকার পরে করোনা রোগীর সংখ্যায় এখন দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম। ২৪ জুন পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৮০ জন। চট্টগ্রামকে এখন বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণের নতুন কেন্দ্রস্থল বলে বর্ণনা করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
চট্টগ্রামের পরেই রয়েছে নারায়ণগঞ্জ। এই জেলায় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৭৬৭ জন।
করোনা রোগী শনাক্তের দিক থেকে এরপরেই রয়েছে গাজীপুর (৩০১৪), কুমিল্লা (২৮৭৩), কক্সবাজার (২০৪৭), মুন্সিগঞ্জ (১৮৫৬), সিলেট (১৯৪৪), নোয়াখালী (১৮০৯), ফরিদপুর (১৪০৭৯) এবং ময়মনসিংহ (১৩৯৯)।
বাংলাদেশে প্রাণঘাতী ভাইরাসটিতে শনিবার (২৪ জুন) দুপুর পর্যন্ত আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে মোট ১ হাজার ৫৮২ জনের।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।