জুমবাংলা ডেস্ক : রাজধানী ঢাকা থেকে অ্যাডভোকেট গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে ডিএমপির কলাবাগান থানার ওসি মুক্তারউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গোলাম কিবরিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধমপাশা গ্রামের আবুল কাইয়ুমের ছেলে।
পতিত আওয়ামী সরকারের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল তার।
কলাবাগান থানার ওসি জানান, শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কলাবাগান থানায় দায়েরকৃত গেল বছরের ৭ সেপ্টেম্বরের একটি মামলায় রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।