দাকোপ উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের দশ হাজার কর্মী দলীয় সদস্যপদ নবায়নের জন্য আবেদন করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা আওয়ামী লীগ বরাবর এই আবেদনপত্র জমা দেন নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের পক্ষে দপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ এই আবেদন পত্র জমা নেন। এর আগে এতো বেশি আবেদন পত্র জমা দেয়া ঘটনা নেই বলে জানান তিনি।
ফরিদ আহমেদ বাংলাদেশ জার্নালকে বলেন, আবেদন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন- খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. জি এম কামরুজ্জামান।
জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদের অনুমতিক্রমে পৃথক পৃথক কাগজে করা এই দশ হাজার আবেদনপত্র জমা গ্রহণ করা হয়। এটি রাজনীতির এক বিরল ঘটনা। স্বল্প সময়ে এতো আবেদন দলের প্রতি তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসার বহিঃপ্রকাশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।