জাতীয় ডেস্ক: সরকার পরিচালনায় জনপ্রতিনিধিদের চেয়ে কর্মকর্তাদের খবরদারি বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
কর্মকর্তাদের সমালোচনা করে তিনি বলেছেন, রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই। রাজনীতির মাঠে খেলছে আমলারা, রাজনীতিকরা সাইড লাইনে বসে খেলা দেখছেন।
রবিবার (২৭ ডিসেম্বর) ঢাকার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজ কর্মে এমপি সাহেবদের খরবই নেই, আর সচিব সাহেবরা সব কাজ করেন। মন্ত্রী মহোদয়রা শুধু জানতে চান।
আমলাদের ‘রোবট’ আখ্যা দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, জনপ্রতিনিধিরাই জনগণের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। তারাই জনগণের বেশি উপকার করতে পারেন। আবার আমলারা হচ্ছে রোবটের মত, তারা একটি গন্ডির ভেতরে কাজ করতে অভ্যস্ত। আমলারা রাজনীতিবিদদের মত সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝে না।
নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল্যায়ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, জনপ্রতিনিধিরা সুযোগ পেলে দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। তাদের মূল্য দিন। জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা মঙ্গলজনক হবে না।
রবিবার দুপুরে দলের খুলনা বিভাগের পোস্টার ও বর্ষপঞ্জিকা উন্মোচন অনুষ্ঠানে জিএম কাদের বলেছেন, এরশাদ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালনা করেছেন। তখন উপজেলা পরিষদ ও জেলা পরিষদ চেয়ারম্যানদের অধীনে আমলারা কাজ করেছেন। জনপ্রতিনিধিদের নির্দেশনায় কাজ করেছেন আমলারা। কিন্তু এখন সবকিছু উল্টে গেছে। উপজেলা চেয়ারম্যান হচ্ছেন ‘চেয়ারম্যান’, যার কাজ শুধু চেয়ারে বসে থাকা। আর উপজেলা পরিষদ চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, একদিকে প্রচণ্ড শীতে একটি কম্বলের জন্য মানুষ হাহাকার করছে, আবার কেউ কেউ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এরকম বৈষম্যের জন্য মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, আবদুস সাত্তার, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।