আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’ নামে ১৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেরোবি শাখা।

মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) দুপুর ১২. ৩০টায় মিডিয়া চত্বরের সামনে বেরোবি শাখা শিবিরের সভাপতি ও ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’র উপদেষ্টা মো. সুমন সরকার এই প্যানেল ঘোষণা করেন।
শিক্ষার্থী পরিষদ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমাদুল হক আলবির, জিএস পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মেহেদী হাসান, এজিএস পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের একই শিক্ষাবর্ষের বায়েজীদ শিকদার।
এছাড়া ১৩ সদস্যের এ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে উম্মে হানি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলী সাদিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ,কার্যনির্বাহী সদস্য পদে মরিয়ম জমিলা, বায়েজিদ বোস্তামী, আল হুমায়রা ঐশী প্রতিদ্বন্দ্বীতা করবেন ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল সংসদে এ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস তিন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ছাত্রদের বিজয় ২৪ হলে ভিপি পদে আব্দুল মজিদ, জিএস পদে নেজাজ এজিএস পদে আব্দুল আহাদ এ প্যানেলে মনোনীত হয়েছে।
শহীদ মুখতার ইলাহী হল সংসদে ভিপি পদে সাকিব আল হাসান, জিএস পদে মুশফিকুর রহমান শুভ ও এজিএস পদে কায়েম উদ্দিনের নাম ঘোষণা করেছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল শহীদ ফেলানী হল সংসদে ভিপি পদে মোছা.সানজিদা ইসলাম, জিএস পদে সুমাইয়া তাহরিমা শাথিল ও এজিএস পদে মাহবুবা আফরিন মনোনীত হয়েছেন।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ও বেরোবি শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা সুমন সরকার বলেন, বেরোবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচনে বেরোবি শিক্ষার্থী পরিষদ নামে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেয়া ও নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করি ব্রাকসু এ প্যানেল থেকে অংশ নেয়া প্রার্থীরা জয়ী হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



