জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম বৈঠক বিকেল ৩টায় শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে সভাপতিত্ব করছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করেছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন।
এই বৈঠকের মাধ্যমে পথ চলা শুরু করলো ‘জাতীয় ঐক্যমত কমিশন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।