রাজপ্রাসাদে বিয়ে, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের খরচ জানলে আপনি আঁতকে উঠবেন!
বিনোদন ডেস্ক: ব্যক্তিগত পরিসরে ছিমছাম বিয়ে সারার দিকেই ঝুঁকছেন হালের বলিউড তারকারা। তবে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদাভানীর বিয়েতে আয়োজনের তালিকাতে যা রয়েছে তাকে ‘স্বল্প’ বলা চলে না কোনো মতেই।
আগামী ৬ ফেব্রুয়ারি সিদ্ধার্থ-কিয়ারার চারহাত এক হবে। যদিও উৎসব শুরু আজ ৪ ফেব্রুয়ারি থেকেই। জয়সালমেরের সূর্যগড় হোটেলে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। বহুচর্চিত হলেও একেবারে ব্যক্তিগত পরিসরেই বিয়ে করতে চান তারা। আমন্ত্রিতের তালিকায় তাই মাত্র ১০০-১২৫ জনের নাম।
যাদের মধ্যে রয়েছেন পরিচালক করন জোহর, পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। তবে সবচেয়ে যা অবাক করতে পারে তা হল সূর্যগড় হোটেলের ব্যবস্থাপনা। নামেই হোটেল, আসলে নাকি প্রাসাদের মতো।
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানী সূর্যগড় নামক রাজপ্রাসাদে বিয়ে করতে যাচ্ছেন, সেটি সোনার বেলেপাথর দিয়ে তৈরি। রাজস্থানের জয়সলমেরের গোল্ডেন সিটিতে অবস্থিত এই প্রাসাদ শহরের সেরা হোটেলগুলোর মধ্যে একটি। এই প্রাসাদ বিলাসবহুল ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সেরা এক স্থান হিসেবে বিবেচিত। এছাড়া হানিমুন উদযাপনের জন্য এই রাজপ্রাসাদ বিশেষ খ্যাতিসম্পন্ন।
এক এক রাতের জন্য কত খরচ পড়বে বিয়েবাড়ির?
বিয়ের ক’দিন স্যুইট আর হাভেলি মিলে এক এক রাতে ভাড়ার অংক কয়েক কোটি রুপি ছাড়াতে পারে। কারণ, সূর্যগড়ের সব থেকে সস্তার ঘরটির ভাড়াই ২০ হাজার রুপি। ১২৫ জন অতিথিকে আর নিশ্চয়ই যেমন তেমন ঘরে রাখবেন না তারা।
এদিকে, স্যুইট এবং হাভেলির জন্য ১ লাখ ১০ হাজার রুপি করে খরচ পড়বে। সব মিলিয়ে ৪ তারিখ থেকে ৬ তারিখ, এই তিন দিনে বিয়েবাড়ির ভাড়া অংক কষে বের করা দুরূহ কাজ।
শোনা যাচ্ছে, কিয়ারার ‘কবীর সিং’-এর সহ-অভিনেতা শহিদ কাপুররও সস্ত্রীক উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে। খবর, বিয়েতে নিমন্ত্রিতদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল ঘরের। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যেগুলোর মধ্যে রয়েছে মার্সেডিজ, জ্যাগুয়ার, বিএমডব্লিউয়ের মতো নামীদামি গাড়ি। জোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে এই গাড়িগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।