জুমবাংলা ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের চারজন, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার দুইজন করে এবং পাবনার একজন মারা গেছেন।
মৃতদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল এবং নয়জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৮ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের ১৫৫টি নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের পজিটিভ আসে। সেখানে শনাক্তের হার ১১ দশমিক ৬১ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।