হঠাৎ গাঢ় লাল হয়ে গেল রাজশাহীর আকাশ

লাল আকাশ

জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে হঠাৎ দেখা মিলল গাঢ় লাল আকাশের। প্রায় ২০ মিনিট ধরে এমন চিত্র দেখা যায়। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর আকাশে ওই দৃশ্য দেখা যায়। সারাদিন উত্তরের ঝোড়ো হাওয়াসহ কালো-সাদা মেঘে ভরা ছিল আকাশ।
লাল আকাশ
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পর রাজশাহীর আকাশে মেঘমালায় আলো প্রতিফলিত হওয়ায় এমন দেখাচ্ছিল। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে আকাশে এখনও মেঘের ছায়া রয়েছে। বৃষ্টি তুলনামূলক দক্ষিণাঞ্চলের চেয়ে কম। হঠাৎ করে রাঙা আকাশ দেখে অনেকেই ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছেন। পরে ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

সোমবার সন্ধ্যায় সূর্যাস্ত যাওয়ার পরও তার আলো উঁচু আকাশে রয়ে যায়। সেখানে মেঘমালায় জমা বৃষ্টির বিন্দুতে তখনও সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এমন লাল আকাশের দেখা মিলেছে।

অবসরে গেলেন অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তা