জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান মুন্টুকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জানুয়ারি) উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
আলিউজ্জামান মুন্টু ওরফে মুন্টু মাস্টার বিড়ালদহ গ্রামের বাসিন্দা। তিনি বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাকে পিটিয়েছেন।
তারা জানান, রড দিয়ে পিটিয়ে মুন্টুর হাত-পা থেতলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তেরের পরামর্শ দেওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি এখনও শুনিনি। তবে খোঁজ খবর নিয়ে দেখছি। কারা এ ঘটনা ঘটাল।’
তবে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৭টার দিকে বিড়ালদহ বাজারে গিয়েছিলেন মুন্টু মাস্টার। কাজ শেষে ৮টার দিকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মাজারের সামনে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ধরে বিদ্যুতের খুটিতে বেঁধে ফেলেন। এরপর লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে ওই অবস্থায় রেখে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে পুঠিয়া থানায় কোনো মামলা নেই। কিছু দুর্বৃত্ত মুন্টুকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ ঘটনাটি খতিয়ে দেখা হবে।’-ইউএনবি
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel