জুমবাংলা ডেস্ক : রাজশাহী মহানগরীর রানিবাজার এলাকার একটি মোবাইল ফোনের শো-রুমে আগুন লেগেছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই শো-রুম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা । পরে তারা রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সেখান থেকে ধোঁয়া নির্গমন বন্ধ না হওয়ায় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে।
স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি তবে, ধোঁয়ার কারণে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শো-রুমের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন তাদের মোট চারটি ইউনিট শো-রুমে ডাম্পিংয়ের কাজ শুরু করেছে। আগুন পুরোপুরিভাবে নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।