জুমবাংলা ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৫ জন পজিটিভ, ৯ জন উপসর্গে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, চলতি মাসের ২৫ দিনে (১ থেকে ২৫ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৭৭ জন। এর মধ্যে ১৩৮ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
নতুন মৃতদের ৬ জন রাজশাহীর (পজিটিভ ২, উপসর্গে ৪), চাঁপাইনবাবগঞ্জের ৪ জন (পজিটিভ ২, উপসর্গে ২), নওগাঁর ৩ (পজিটিভ ১, উপসর্গে ২) ও নাটোরে ১ জন উপসর্গে মারা যান। মৃতদের ৭ জন পুরুষ ও ৭ জন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ (পুরুষ ২) জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ (পুরুষ ১, নারী ৩) জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ (পুরুষ ২, নারী ৩) জন ও ৬১ প্লাস বছর বয়সী ৪ (পুরুষ ৩, নারী ১) জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ৪৪, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৫, নওগাঁর ৬, পাবনার ১ ও কুষ্টিয়ার ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।
আজ শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩৫৭ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪২০ জন। গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিলেন ৪০৪ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪, নাটোরের ৩১, নওগাঁর ২৯, পাবনার ৮, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১, দিনাজপুরের ১, ঢাকার ১ ও কুড়িগ্রামের ১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।