নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের সালনায় ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনার পর আজ ভোর ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে রাতেই ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে কালিয়াকৈর মৌচাক রেলওয়ে স্টেশনে নেওয়া হয়। এরপর ভোর ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জয়দেবপুর ও টাঙ্গাইলে দীর্ঘসময় আরও কয়েকটি ট্রেন আটকে থাকে। এতে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাসযোগে চলে যেতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।