স্পোর্টস ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা পুলিশ দল এবং রানার্স আপ হয়েছে বগুড়া জেলা পুলিশ দল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পুলিশ সুপার মো. সাইফুর রহমা।
রাজশাহী জেলা পুলিশ আয়োজন প্রতিযোগিতায় রেঞ্জের ৮টি জেলার পুলিশ দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি বক্তব্যে বলেন, ‘কাবাডি জনপ্রিয় খেলাসমূহের মধ্যে অন্যতম। প্রতিযোগিতায় রাজশাহী রেঞ্জের প্রতিটি কাবাডি টিম ভালো এবং প্রতিটি তাদের সেরা নৈপূন্য প্রদর্শনের চেষ্টা করেছে ‘
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, যে কোনো ক্রীড়াই দেহ ও মনকে সতেজ করে এবং মনে অনাবিল আনন্দের সৃষ্টি করে। তাই আমাদের সব খেলায় অংশগ্রহণ করা উচিত।
তিনি রাজশাহী জেলা পুলিশের কাবাডি টিমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও পেশাদারিত্বের সাথে কাবাডি অংশগ্রহণের জন্য জয়ী ও বিজিত টিমকে অনুপ্রেরণা প্রদান করেন।
এই সময় জেলার পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।