বিনোদন ডেস্ক: বলিউডের শক্তিমান পরিচালক এস এস রাজামৌলি। যিনি হাত ছোঁয়ালেই সিনেমা হিট। ২০১৫ সালে মুক্তি পায় তার পরিচালিত ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা ‘বাহুবলি: দ্য বিগিনিং’। যা থেকে আয় হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। এর দুই বছর পর মুক্তি পায় ছবির দ্বিতীয় ভাগ ‘বাহুবলি: দ্য কনক্লুশন’। দুটি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে এই সিনেমা বানাতে গিয়ে বড় অংকের ঋণ করতে হয়েছিল রাজামৌলিকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বাহুবলী সিনেমার জন্য চড়া সুদে প্রায় ৪০০ কোটি টাকা ধার করেন পরিচালক এস এস রাজামৌলি।
সিনেমাতে ভল্লাল দেব চরিত্রে অভিনয় করা রানা দগ্গুবতি জানান, ছবির সাফল্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা সত্ত্বেও পরিচালক রাজামৌলি এই ছবির জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ধার করেন। পাঁচ বছরের জন্য প্রায় ২৫ শতাংশ সুদে এই বিপুল অর্থ ধার করেছিলেন তিনি।
বাহুবলী সিনেমা তৈরির সময় যে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছেন সে প্রসঙ্গে মাস কয়েক আগে গণমাধ্যমে কথা বলেন এসএস রাজামৌলি। তিনি বলেন, ছবিটা যদি না চলতো তাহলে যারা আমার পাশে ছিল তাদের সবাইকে নিয়ে ডুবতে হতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।