জুমবাংলা ডেস্ক : রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা’ শুরু হচ্ছে রবিবার।
দুদিনব্যাপী এ আয়োজনে ১৪টি দল অংশ নেবে বলে শনিবার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ফুটভলি অনেকটা ভলিবল খেলার মত। তবে এটি খেলতে হয় পা, বুক ও মাথা দিয়ে। দলে মোট চারজন খেলোয়াড় থাকে। তাদের মধ্যে দুজন খেলার সুযোগ পান। মোট তিন টাচের মধ্যে বল অপর পাশে পাঠাতে হয়।
মোট তিন থেকে পাঁচ সেটে খেলা হয়। প্রত্যেক সেটে থাকে ১৮ পয়েন্ট। কোনো দল তিন সেটের মধ্যে পর পর দুই সেটে জয়ী হলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে আটটি ও নারী বিভাগে ছয়টি দল অংশ নেবে। পুরুষ বিভাগের ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ পুলিশ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, ফিরোজ স্মৃতি সংসদ ও জিদান স্পোর্টিং ক্লাব। ‘খ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, তোতা স্পোর্টিং ক্লাব, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
অপরদিকে নারী বিভাগের ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ আনসার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও জেবি স্পোর্টিং ক্লাব। খ’ গ্রুপে আছে বাংলাদেশ পুলিশ, পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।
পুরুষ বিভাগের প্রতি গ্রুপ থেকে চারটি দল সেমি-ফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনালে। নারী বিভাগের দুই গ্রুপ থেকেও মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। এখান থেকেও দুই দল ফাইনাল খেলবে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ‘বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশন’ এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার বলেন, “ফুটভলির শুরু থেকেই আমরা ওয়ালটন পরিবার ছিলাম। আশা করছি নতুন এই খেলাটি তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশকে সাফল্য এনে দেবে।”
কোম্পানির সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, “ফুটভলি নতুন খেলা, যার শুরু থেকেই ওয়ালটন পৃষ্ঠপোষকতা করছে। এবারের জাতীয় প্রতিযোগিতা থেকে নতুন-নতুন খেলোয়াড় উঠে আসবে।”
সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের’ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।