আবু সুফিয়ান: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ (২১ আগস্ট) ছিল তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
প্রিয় অভিনেতাকে হারানোর দিনে তাঁকে স্মরণ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা। তাঁর সঙ্গে এই প্রজন্মের অনেকেই সিনেমাতে অভিনয় করেছেন। আবার কেউ কেউ সিনেমাতে অভিনয় না করলেও নাটকে অভিনয় করেছেন। আবার কেউ কেউ নিজেদের সিনেমার অভিষেকের পূর্বে দোয়া নিতে গিয়েছেন। এমন ক’জনের স্মৃতিচারণই উঠে এসেছে জুমবাংলার আজকের বিশেষ এই আয়োজনে।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমার সৌভাগ্য যে শ্রদ্ধেয় এফ আই মানিক পরিচালিত নায়িকা হিসেবে আমার প্রথম ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে আমি রাজ্জাক আঙ্কেলকে পেয়েছিলাম। তিনি আমাকে খুব স্নেহ করতেন। পরবর্তীতে সম্রাটকে নিয়ে যখন তিনি ‘আমি বাঁচতে চাই’ সিনেমাটি নির্মাণ করলেন, আমি নায়িকা হলাম, তখনই আসলে তাকে খুব কাছে থেকে দেখা-অনুভব করা।
অপু বিশ্বাস আরও বলেন, আমার একটি নাম আছে ‘লক্ষ্মী’ এটা অনেকেই জানেন না। রাজ্জাক আঙ্কেল জানতেন। এ কারণেও তিনি আমাকে ভীষণ আদও করতেন। কারণ তার স্ত্রীর নামও লক্ষী। আমার বিশ্বাস তিনি বেঁচে থাকলে আমার একমাত্র সন্তান জয়কেও তিনি ভীষণ আদর করতেন। তার প্রয়াণ দিবসে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন।’
নায়ক রাজ্জাকের আত্মার শান্তি কামনা করে ওই পোস্টে শাকিব লেখেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’
অভিনেতা অপূর্ব বলেন, আমার প্রথম সিনেমা ছিলো ‘গ্যাংস্টার রিটার্নস’। সিনেমাটি মুক্তির আগে আমি তার আশীর্বাদ নিতে তারই বাসা লক্ষ্মী কুঞ্জতে গিয়েছিলাম। তার সঙ্গে কাটানো সেই সময়টা এখনো স্মৃতিতে উজ্জ্বল। দোয়া করি আল্লাহ যেন রাজ্জাক আঙ্কেলকে বেহেস্ত নসীব করেন।
এদিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত হয়েছে নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে গবেষণাধর্মী বই। বইটি লিখেছেন ইসমত জেরিন স্মিতা।
তিনি বলেন, ‘বইটি লিখতে গিয়ে কয়েকবার এই মহানায়কের সঙ্গে বসতে হয়েছে। তিনি শুধু রূপালি পর্দার নায়ন ছিলেননা। ব্যাক্তি হিসেবেও তিনি অনন্য অসাধারণ। তিনি অভিনয় দক্ষতার জন্য সবার হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। নায়করাজ রাজ্জাকের প্রয়াণ দিবসে দেশের প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।